Uncategorized

আহা প্রবাসী, হায় পরবাস!

কার জন্য এতো আয়োজন?!😕😕

প্রবাসে বছরের পর বছর পরিবারের জন্য জীবন উজাড় করে দিয়ে এসেছেন মীরশ্বরাইয়ের সালেহ আহমদ। দেশে ছুটিতে আসার পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান!

কিন্তু দুঃখের বিষয়, তার লাশ ঘরের সামনে এভাবেই তিন দিন রোদে পুড়লো,বৃষ্টিতে ভিজলো!
কাফন দাফনের ব্যবস্তার জন্য ঘরের কোন সদস্য,বা পাড়া প্রতিবেশী কেউ এগিয়ে এলো না।


হায় আফসুস! এমনকি নিজের স্ত্রী,সন্তান থাকা সত্বেও কেউ স্পর্শই করলনা!

অতএব ভাবুন একবার,কার জন্য জীবনের এতো আয়োজন?

shah Abdus salam সাহেবের ওয়াল থেকে।

Related News

Add Comment