কুয়েতের হাসাবিয়া ও ফাহাহিল থেকে যে সকল মামলায় ৪৫৯ জন গ্রেফতার !

কুয়েতঃ জেলিব আল শুয়েখ ও ফাহাহিল থেকে ৪৫৯ জন বিদেশী নাগরিককে আটক করেছে কুয়েতের নিরাপত্তা বিভাগ।
আজ মঙ্গলবার (১২ মার্চ) সকালে জেলিবের হাসাবিয়া ও ফাহাহিল ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবৈধ বিদেশী নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুত্রে বেশকটি অনলাইন নিউজে এই সংবাদ প্রকাশিত হয়েছে।
অভিযানের সত্যতা জানতে আরটিএম নিউজের পক্ষ হতে হাসাবিয়ার বেশ কয়েকজন বাংলাদেশির সাথে যোগাযোগ করা হলে তারা জানান, খাদেম ও একামা ছাড়া লোকজনকে আটক করে পুলিশ।
অভিযানে ২০ জন মামলার আসামী, ৫১ জনের একামা নাই, ১৩০ জন খাদেম এবং বাকীদের বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে।
তবে হাসাবিয়ায় আটককৃতদের মধ্যে বেশ সংখ্যক বাংলাদেশি রয়েছে।
অন্যদিকে ফাহাহিলের অভিযানে ভারত ও পাকিস্তানি নাগরিক বেশী আটক হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুত্রে প্রকাশ অবৈধ অভিবাসী ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান অব্যাহত থাকিবে।
সুত্রঃ আরটিএম নিউজ
Add Comment