Uncategorized

কুয়েতে জুম্মার নামাজ : স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশাবলী!

কুয়েত সিটি : দীর্ঘ দিন বন্ধ থাকার পর কুয়েতে ইনশাআল্লাহ, আগামী ১৭ জুলাই থেকে আমরা কুয়েতের মসজিদ সমুহে আবার দলবদ্ধভাবে ( স্বাস্থ্য নির্দেশিকা মেনে) জুম্মার নামাজ আদায় করতে পারব, আলহামদুলিল্লাহ! আমরা রাব্বুল আলামীনের নিকট এই মহামারী থেকে পানাহ চাচ্ছি, ও কুয়েতের হেফাজত ও উত্তরোত্তর সমৃদ্ধির জন্য আল্লাহর নিকট প্রার্থনা করছি!

আসুন জেনে নেওয়া যাক কি কি শর্তাবলি কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় কতৃক জারি করা হয়েছে!

  • জুম্মার নামাজের ৩০ মিনিট আগে মসজিদ উন্মুক্ত করা!
  • সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ৫০ বছর বয়স্কদেরই মসজিদে প্রবেশানুমতি!
  • মুসল্লি ( worshippers ব্যবহার করেছে আল মাজলিস : এর অর্থ উপাসক) অবশ্যই ব্যক্তিগত জায়নামাজ (মাদুর) ব্যবহার করবে!
  • জুম্মার খুতবা সংক্ষিপ্ত হবে! এবং তুলনামূলক ছোট সুরাহ পড়তে হবে!

আল মাজলিস এর ভেরিফায়েড টুইটার একাউন্ট থেকে প্রাপ্ত!

Related News

Add Comment