Uncategorized

কুয়েত করোনা আপডেটঃআজ নতুন শনাক্ত ৯১৫ জন এবং মৃত্যু ২ জন।

আজ ২৬ জুন ২০২০ শুক্রবার, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘােষণা করেছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করােনা ভাইরাসে ২ জনের মৃত্যুসহ আরও ৯১৫ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩,৭০৩ জনে।

 কুয়েতি ৪৯২ জন নাগরিক।

বিদেশি নাগরিক ৪২৩জন।

অনন্য আরও দেশের নাগরিক মিলে মোট রোগী আক্রান্ত হয়েছে ৪৩,৭০৩ জন।

★এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা মোট : ৩৪১ জন 
এখনো পর্যন্ত সুস্থতা লাভ করেছেন মোট ৩৩,৯৬৯ জন।

সূত্রঃ কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়

Related News

Add Comment