• রাত ৮:২৪    বুধবার, ২৭শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ , ১৩ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রবাসে বাংলার যোদ্ধা
  • প্রধান পেজ
  • বাংলাদেশ দূতাবাস
  • কুয়েত ভিসা
    • ২২ নাম্বার নির্ভরশীল ভিসা
    • ১৮ নাম্বার আকদ হুকুমা ভিসা
    • ১৮ নাম্বার আহলি ভিসা
  • মধ্যা প্রাচ্য
    • কুয়েত
      • কুয়েত ক্রাইম নিউজ
      • কুয়েতের কানুন সমূহ
      • শোক সংবাদ
      • কুয়েত ভিসার খবর
    • সৌদিআরব
    • ওমান
    • কাতার
    • সংযুক্ত আরব আমিরাত
    • লেবানন
  • ভিডিও
  • বাংলাদেশ
    • বাংলাদেশ এয়ারপোর্ট
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • করোনা ভাইরাস আপডেট
  • প্রবাসের খবর
সর্বশেষ শিরোনাম
১২ দিনে ১০০ কোটি ডলার রেমিট্যান্স পাঠাল বাংলাদেশী প্রবাসিরা !!!
তৃতীয় দেশ হয়ে কুয়েতে প্রবেশ করছেন বাংলাদেশি রেমিট্যান্স যুদ্ধারা!
কুয়েতে বৈধ আকামাধারী প্রবাসীদের প্রবেশে কোনো বাধা নেই।
কুয়েতে এখনো পর্যন্ত ১,৯০,০০০ অবৈধ প্রবাসী রয়েছে!
সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায়!
৩০ নভেম্বরের মধ্যে মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসায় আগত সকল প্রবাসিকে কুয়েত ছাড়ার নির্দেশ দিল কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রনালয় !!
হাঁপানি এবং শ্বাসকষ্টজনিত রোগীদের বাইরে যেতে নিষেধ করলো কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়!
কুয়েত দূতাবাসের কম্পিউটার সহকারী মনির চাকরিচ্যুত
কুয়েতের রাস্তায় বসানো হচ্ছে নতুন প্রযুক্তির “ট্রাফিক ক্যামেরা” ।
কুয়েতে প্রথম ধাপে শুরু করা ফ্লাইটের সংখ্যার কোনো প্রকার পরিবর্তন হবেনা ২০২১ সালের ৩১শে জানুয়ারি পর্যন্ত!

https://www.facebook.com/kuwaitpagebd/videos/355636871811928/

আকদ হুকুমা ভিসা কি?

আকদ হুকুমার ভিসা দুই প্রকার,
১- ১৭ নাম্বার যাদের উজারার ভিসা বলা হয়।
২- ১৮ জাদের ভিসা ক্লিনিং কম্পানি বা বিভিন্ন সরকারি কাজে আনা হয়।

১৮ নাম্বার আকদ হুকুমার ভিসা সরকারের বিভিন্ন কাজের জন্য নিয়োগ দেয়া হয়।
যেমন: রাস্তা পরিস্কার, গাছ কাটা, গাছে পানি দেয়া, পার্কিং পরিস্কার, বিভিন্ন সরকারি অফিসে টি বয় বা অফিস বয়, সরকারি অফিসে পরিস্কার করা, বিভিন্ন শপিং মলে ট্রলি বহন করা ইত্যাদি।

এই ভিসা সরকারি ভাবে কম্পানি কে ফ্রি দিয়ে থাকে। সিকিউরিটি বাবদ কম্পানি থেকে সরকার ৩৫০ দিনার এক কালিন নেয়।
এবং ৮ ঘন্টা ডিউটি সপ্তাহে একদিন বন্ধ ও থাকার যায়গা দিয়ে মাসে ৬০/৭০/৮০ দিনার বেতন দিয়ে থাকে।

১ নাম্বার প্রশ্ন: এই ভিসায় আসলে কি বাহিরে কাজ করতে পারবো?
উত্তর: না ভাই এই ভিসায় আসলে আপনাকে কম্পানির আন্ডারেই কাজ করতে হবে। বাহিরে কাজ করলে পুলিশ ধরলে সমস্যা হবে।

২ নাম্বার প্রশ্ন: এই ভিসা কি আহলি তে হাউল (ট্রান্সফার) হয়?
উত্তর: না ভাই এটা সম্পুর্ন সরকারের আন্ডারে নিয়ন্ত্রিত, এই ভিসার লোক শুধু মাত্র ১৮ আকদ হুকুমার কম্পানিতেই হাউল হতে পারবে। এছারা অনেক পুরাতন লোক হাউল (ট্রান্সফার) হচ্ছে তবে অনেক বড় বড় অস্থা দিয়ে।

৩ নাম্বার প্রশ্ন: এই ভিসায় কি আমাকে দেশে পাঠাতে পারবে যে কোন সময়?
উত্তর: জি ভাই যদি এই কম্পানির কোন কাজ না থাকে বা কম্পানির কোন কারনে বন্ধ হয়ে যায় তাহলে আপনাকে যে কোন সময় দেশে পাঠিয়ে দিতে পারে। তবে এক্ষেত্রে আপনি আইনি লড়াই করে অন্য কম্পানিতে ট্রান্সফার হতে পারবেন।

৪ নাম্বার প্রশ্ন: আমার কম্পানি যে আকদ হুকুমার এটা কিভাবে বোঝবো?
উত্তর: আপনি যদি কোন প্রাইভেট কম্পানির ভিসা না হোন তাহকেই বোঝবেন যে আপনি আকদ হুকুমার, তা ছাড়া আরো একটি শুক্ষ পক্রিয়া আছে যা আমি পরবর্তিতে জানিয়ে দিবো।

আপাদত এই কয়েকটা প্রশ্ন এর উত্তর দিলাম আগামীতে নতুন কোন প্রশ্ন পেলে উত্তর খুজে দেয়া হবে।

বিদ্র: উপরের লেখা যে কোন সময় পরিবর্তন করা হতে পারে।
কুয়েতের আইন অনুযায়ী যে কোন সময় পাল্টানো হতে পারে।

প্রবাসে বাংলার যোদ্ধা

  • প্রথম পাতা
  • মধ্যা প্রাচ্য
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • প্রবাসের খবর
  • বাংলাদেশ এম্বাসি কুয়েত
  • কুয়েত ভিসার খবর
  • কুয়েতের ভাষা শিক্ষা
  • Facebook

  • Twitter

  • YouTube

  • Linkdin

Copyright © 2021 WebDGallery All Rights Reserved

  • About Us
  • Privacy Policy
  • Contact Us