কুয়েত যাহরা এলাকায় পুলিশ অভিজান, গ্রেফতার ১২০ জন কুয়েত প্রবাসী

কুয়েত সিটিঃ কুয়েত যাহরা, কেব্দ, সোলবিয়া এলাকায় ২০ জুন ২০১৯ তারিখে কুয়েত পুলিশের একটি অভিজানে বিভিন্ন মামলার আসামি সহ কুয়েতর লেবার আইন লঙ্ঘনের দায়ে ১২০ জন কে গ্রেফতার করা হয়েছে।
এই অভিজানে যে সকল আইন লঙ্ঘনের কারনে গ্রেফতার করা হয়।
২০ জনের মেয়াদ উত্তির্ন সিভিল আইডি
১০ সিভিল মামলা
৯ টি যানবাহন আটক
৩ ড্রাগস মামলা
৪ অবৈধ ভাবে দোকান বসানোর কারনে
১২ পলাতক মামলা (ইনহাস)
৪৩ জনের কাছে কোন ধরনের কাগজপত্র না থাকায়
৫৭ জনের বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ
৫৮ জনের বিরুদ্ধে লেবার আইন লঙ্ঘনের অভিযোগ
এছারাও ৫৮৭ জনের সিভিল আইডি ভেরিফাই করে তাদের ছেরে দেয়া হয়।
কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন কুয়েতের বিভিন্ন যায়গায় এই ধরনের চমকপ্রদ সিকিউরিটি অভিজান চালানো হবে তাই কুয়েতের সকল নাগরিক ও প্রবাসীদের বলা হয়েছে তাদের নিজ নিজ বৈধ কাগজপত্র সিভিল আইডি তাদের সাথে রেখে চলাচলের জন্য।
সুত্রঃ ayman Mat
কুয়েতে প্রতিদিনের ঘটে যাওয়া ঘটনা, চাকুরির খবর, ভিসার তথ্য সহ বিভিন্ন তথ্য পেতে জয়েন করুনঃ Bangladeshi in kuwait
Add Comment