কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিযুক্ত মিশরীয় নার্সকে ৪ বছরের কারাদণ্ড

কুয়েতে কর্মরত একজন প্রবাসীর জন্য কোভিট টিকা সনদ জাল করায় কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিযুক্ত মিশরীয় নার্সকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছে আপীল আদালত।
একইভাবে, যে প্রবাসী নার্সকে ১০০ দিনার প্রদান করে জাল টিকা সনদ আদায় করেছে তাকে ৭ বছরের কারাদণ্ড ও ৮০০ দিনার জরিমানা করে তাকে কুয়েত থেকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে আপীল আদালত।
রিপোর্টে বলা হয়েছে যে প্রবাসী টিকা না দিয়েই নার্সের সাহায্যে ভ্যাকসিন সার্টিফিকেট জাল করেছিলেন যাতে করে তিনি ভ্রমণ করতে পারেন।
Source: Kuwaitlocal
Add Comment