Uncategorized

দেশে দেশে করনা!

কুয়েত সিটি : আসুন ধারাবাহিক আরো কয়েকটি দেশের করনা পরিস্থিতি জানি!

  • মৌরিতানিয়া আজ ১২৪ জন আক্রান্তের কথা নিশ্চিত করেছে! এবং করনা ও উপসর্গে ৫ জনের মৃত্যুর কথা জানা গেছে।
  • ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ ১৫ জন আক্রান্তের কথা জানিয়েছে! এ নিয়ে যুদ্ধ কবলিত দেশটি মোট ১১১৮ জন করনা রোগী বহন করছে! সাথে সাথে ৬ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে কতৃপক্ষ!

এ নিয়ে মোট মৃত্যু : ৩০২ জন!
মোট সুস্থ রোগীর সংখ্যা : ৪৩০ জন!

  • তুর্কিতে করনা ও উপসর্গ নিয়ে মোট ১৫ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে তুরস্কের মাননীয় স্বাস্থ্য মন্ত্রী ফখরুদ্দীন কুজা! এনিয়ে দেশটি মোট ৫০৯৭ জনের মৃত্যুর কথা নিশ্চিত করলো! ( আনাদুলু নিউজ এজেন্সি)

এবং আজ আক্রান্তের সংখ্যা : ১৩৫৬ জন!
মোট আক্রান্ত : ১৯৭,২৩৯ জন!
সুস্থ হওয়া রোগীর সংখ্যা : ১৭০,৫৯৫ জন!

তথ্যসূত্র : কুয়েতের জাতীয় বার্তা সংস্থা ( Kuwait news agency) বা Kuna এর অফিসিয়াল টুইটার একাউন্ট হতে সংগ্রহ করা!

Related News

Add Comment