মানিক মিয়া নামে কুয়েত প্রবাসীর মৃত্যু

কুয়েত সিটিঃ সিলেট বিভাগ সুনামগঞ্জ জেলা জগন্নাথ পুর উপজেলা রানীগঞ্জ ইউনিয়ন নামঃ মানিক মিয়া, গন্ধর্ব পুর নির্বাসী কুয়েত প্রবাসী মারাপি কোম্পানিতে কর্মরত অবস্থায় হার্ড স্টোক করে ৩০ আগষ্ট ২০২০ রোজ রবিবার আদান হসপিটালে মারা যান। (ইন্না লিল্লাহে ও-ইন্না ইলাইহে রাজিউন)
কুয়েত পেইজের তথ্য অনুযায়ী মানিক মিয়া ২০ থেকে ২৫ বছর কুয়েত ছিলেন, দীর্ঘ ২০/২৫ বছর বাংলাদেশের জন্য রেমিটেন্স পাঠিয়ে আজ মানিক মিয়ার মত কত প্রবাসী যুদ্ধ করে যাচ্ছে প্রবাসে !! তাই আমরা এই সহ যোদ্ধার প্রতি সম্মান যানাচ্ছি।
বাংলাদেশ দূতাবাস কুয়েত মানিক মিয়ার লাশ দেশে পাঠানোর জন্য সকল ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
কুয়েতে বাংলাদেশী কমিউনিটি বাংলাদেশী ইন কুয়েত এর পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা যানাচ্ছে।
Add Comment