শুক্র ও শনিবার কুয়েতে অস্থিতিশীল আবহাওয়া: আবহাওয়াবিদ মুহাম্মদ করম

কুয়েত সিটিঃ আবহাওয়াবিদ মুহাম্মদ করম বলেছেন, সক্রিয় উত্তর-পশ্চিম বাতাসের ফলে শুক্রবার এবং শনিবার অস্থিতিশীল আবহাওয়া হবে বলে আশা করা হচ্ছে, যার গতিবেগ ঘণ্টায় ৫৫ কিলোমিটার ছাড়িয়ে যাবে।
তিনি আরো বলেন শুক্রবারের বাতাসের গতির কারণে ধুলো বাড়বে, যা কিছু এলাকায় অনুভূমিক দৃশ্যমানতা কমিয়ে ১০০০ হাজার মিটারের নিচে নামিয়ে দেবে।
অস্থিতিশীল আবহাওয়ার ফলে প্রত্যাশিত সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
Add Comment