হোয়াটসআপ এর মাধ্যমে অশ্লীল ছবি পাঠিয়ে গ্রেফতার মিশরী।

কুয়েতঃ একজন ছুরিয়ান নাগরিক গতকাল কুয়েত পুলিশ থানায় একটি অভিযোগ করেন যে, একজন মিশরী নাগরিক তার মোবাইলে হোয়াটস আপ এর মাধ্যমে অশ্লীল ছবি পাঠিয়ে তাকে বিরক্ত করছে, সুত্রঃ আল-রায় প্রতিদিন
কুয়েত পুলিশ অভিযোগের সুত্র ধরে মোবাইল নাম্বার নিয়ে অপরাধী মিশরীকে গ্রেফতার করে এবং তাকে এই ব্যাপারে জিজ্ঞাস করলে মিশরী যানায় যে ছুরিয়ান এই মেয়ে কে বিয়ে করতে আগ্রহী, তদন্ত করে জানা জায় যে ছুরিয়ান মহিলা এই মিশরীকে আগে কখনো চিনতেন না, তাদের সাথে মাত্র একবার দেখা হয়েছে একটি মোবাইলের দোকানে।
এই মিশরী মোবাইল দোকানের একজন মোবাইল কর্মকর্তা ছিলেন এবং ছুরিয়ান মেয়ের মোবাইল মেরামত করার জন্য তাকে দিয়েছিল, মিশরী কম্পিউটারের মেয়ের মোবাইলটি কানেক্ট করে তার তথ্য নিয়ে তাকে লেন্দ লাইন দিয়ে পরবর্তিতে কল দেয় বলে যানায় তদন্তকারীরা।
সুত্রঃ আরব টাইমস অনলাইন পত্রিকা
অনুবাদেঃ কুয়েত পেইজ ফর বাংলাদেশী
Add Comment