১২৭,০০০ প্রবাসী কুয়েত প্রবেশে অনিশ্চয়তা !!

কুয়েত সিটিঃ কুয়েতের বাহিরে আতকে পরা প্রবাসীদের মধ্যে ১২৭,০০০ প্রবাসীদের কুয়েতে প্রবেশে অনিশ্চয়তা রয়েছে বলে আরব তাইমস অনলাইন পত্রিকায় প্রকাশ করা হয়েছে।
তাদের ধারণা মতে, অনেক কোম্পানী ও মন্ত্রণালয়ের কন্ট্রাকে থাকা শিক্ষা মন্ত্রনালয়ের কর্মকর্তারা সহ অন্তর্ভুক্ত রয়েছে, এবং অনেক স্পনসর ইচ্ছাকৃতভাবে আটকে পরা প্রবাসীদের অনেকেরি আকামা নবায়ন করেনি ওয়েবসাইটের মাধ্যমে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আইনে শিক্ষকেরা আগে যে কোন সময় প্রবেশের অনুমতি থাকলেও আগস্টে ঘোষিত নিষিদ্ধ দেশগুলির তালিকা নিয়ে পরিস্থিতি বদলেছে বলে জানিয়েছে।
কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় আটকে থাকা প্রবাসীদের জন্য সাধারণ নিয়মে মানবিক দিক বিবেচনা করে অনলাইনে আকামা নবায়নের সুযোগ দিলেও অনেকেই আকামা নবায়ন করেনি।
কুয়েতের অভ্যন্তরীণ মন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে, কুয়েতে অবস্থিত সকল ধরনের ভিসিট ভিসা ও আবাসন ভিসার মেয়াদ ৩ মাস বৃদ্ধি করে দেয়া হয়েছে ১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত, তবে যাদের আকামা এই মাসের প্রথমেই শেষ হয়ে গিয়েছে কিন্তু তাদের হাতে যথেস্ট সময় ছিল আকামা নবায়ন করার জন্য কিন্তু করেনি তাদের সবাইকে জরিমানা দিয়েই আকামা লাগাতে হবে, যদি তারা আকামা নবায়ন না করে আর পুলিশে গ্রেফতার করে তাদের কুয়েত ত্যাগ করতে বাধ্য করা হবে।
তথ্য সুত্রঃ আরব টাইমস অনলাইন
Add Comment